হয় কাজ দাও নইলে ভাতা দাও লালগড়ে লাল ঝান্ডার দীপ্ত মিছিল। দাবী ওঠে একশ দিনের কাজ চালু সহ তিন বছর ধরে বকেয়া মজুরী অবিলম্বে মেটাতে হবে। জব কার্ড বাঁচাও ও কাজের অধিকার রক্ষা করার আহ্বানে লালগড় সিপিআই(এম) দপ্তর থেকে মিছিল সহকারে বিডিও দপ্তর অভিযান হয়।
মিছিল পৌঁছানোর পর বিডিও দপ্তরের সামনে হয় বিক্ষোভ সভা। বিক্ষোভ সভায় অনুজ পান্ডে বলেন, "লালগড়ে ১৪টি ইট ভাটা আজ দেড় বছর বন্ধ হওয়ায় আট হাজার পরিবারের কাজ চলে গেছে। একশ দিনের কাজ তিন বছর বন্ধ থাকায় রুটি রুজির সংকটে এমন এলাকায় আজ পরিযায়ী শ্রমিকের জন্ম দিয়েছে রাজ্য সরকার। এক সময় অনুন্নয়নের অজুহাত খাড়া করে তৃণমূল কংগ্রেস ও মাওবাদী যৌথ জহ্লাদ বাহিনী রক্তের হোলি খেলেছে। জঙ্গল মহল কেমন হাঁসছে মুখ্যমন্ত্রীর নজরে আছে কী? আজ লালগড়ের গ্রামে গ্রামে যুবক নেই। কাজের সন্ধানে ১৮ হাজার অধিক মানুষ গ্রাম ছাড়া। লালগড়ে ট্রেন লাইন আসবে, শিল্প আসবে, ঘরে ঘরে কাজ পাবে। আজ ১৪ বছরে কী হাল করেছে। এই জঙ্গলমহল এখন কাঁদার জন্যও জায়গা পাচ্ছে না।"
বিক্ষোভ সভায় উত্তরা মন্ডল বলেন, "এখানে উন্নয়ন বলতে ছত্রধর মাহাতদের হয়েছে। খুনীদের চাকরি সহ পুনর্বাসন হয়েছে। আর ক্ষেতমজুর, কৃষক, শ্রমজীবি মানুষের সর্বনাশ হয়েছে। লালগড়ে কাঁসাই নদীর ভাঙন গ্রামের দিকে ধেয়ে আসছে। ইতিমধ্যে ধেড়ুয়া সংলগ্ন একাধিক গ্রামে দেরশ দুইশ বিঘা চাষের জমি সহ ৭০টি ঘরবাড়ি ও তার বাস্তু জমি নদী গর্ভে। এর বিরুদ্ধে লাল ঝান্ডার লড়াই চলবে। গ্রামের মানুষকে ভয় দেখিয়ে আর দমানো যাবেনা। রুটি রুজির সংকট মোকাবিলায় আবারও মানুষ লাল ঝান্ডার লড়াতে সামিল হচ্ছেন।
lalgarh
চাই কাজ, সন্ত্রাস কবলিত লালগড়ে মিছিল লালঝাণ্ডার
লালগড় বিডিও দপ্তর অভিমুখে মিছিল ও কাজের দাবীতে ডেপুটেশন।
×
Comments :0