কাজ চাই, ১০০ দিনের কাজ দাও না হলে পঞ্চায়েতে তালা পড়বে। ক্ষোভে, জনরোষে উত্তাল হয়ে বিক্ষোভ দেখিয়েছেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আবুজহাটি অঞ্চলের প্রতিবাদী মানুষ। কৃষকসভা ও খেতমজুর সংগঠনের ডাকে মঙ্গলবার জামালপুর থানার আবুজহাটী গ্রাম পঞ্চায়েত ঘেরাও করেন গ্রামবাসীরা।
সারা ভারত কৃষকসভা ও সারা ভারত খেতমজুর ইউনিয়নের আবুজহাটি অঞ্চল কমিটির পক্ষ থেকে এদিন বিশাল মিছিল করে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন গ্রামের মানুষ। তাঁদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মূলত ১১ দফা দাবী সামনে রাখেন প্রতিবাদী মানুষ। তার মধ্যে ছিল অবিলম্বে ৪(ক) ফর্ম জমা নিয়ে ১০০দিনের কাজ এলাকার চালু করতে হবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। বাংলা আবাস যোজনায় স্বচ্ছতা রেখে সব গরিব মানুষকে দিতে হবে ঘরের টাকা। বিকল পানীয় জলের কল মেরামত করতে হবে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে। গ্রামের রাস্তা মেরামত ও ড্রেন, খাল গুলি মেরামত ও সংস্কার করতে হবে। নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। পাড়ায় সমাধান নিয়ে রাজনীতি করা চলবে না। উন্নয়ন কমিটি তৈরি করে টাকা খরচ করতে হবে। আমন চাষে এই বর্ষায় ক্ষতি পূরণ দিতে হবে। মেরামত করতে হবে রাস্তাঘাট। এদিন মোট ৪৭৩ জন ৪(ক) ফর্ম পূরণ করে কাজের দাবী করেছেন।
এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হারু কর্মকার, উত্তম দে, বসন্ত পাঁকড়ে সহ অন্যান্যরা। এদিন গ্রামবাসীরা প্রধানকে হুঁশিয়ারি দিয়ে এসেছেন দাবী না পূরণ হলে পঞ্চায়েতে তালা ঝোলাবেন গ্রামের প্রতিবাদী মানুষ।
Protest in Panchayat office
'কাজ চাই, ১০০ দিনের কাজ দাও', পঞ্চায়েতে তালা দেওয়ার হুঁশিয়ারি গ্রামবাসীদের

×
Comments :0