WhatsApp

প্রায় দেড় ঘন্টা থমকে হোয়াটসঅ্যাপ

জাতীয় রাজ্য

হঠাৎই থমকে গেল হোয়াটসঅ্যাপ। সোমবার বেলা একটা নাগাদ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অনেকেই মেসেজ পাঠাতে গিয়ে অসুবিধার মুখে পড়েন। ওয়েব ভার্সনে ও ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে গিয়েও সমস্যার মুখে পড়তে হয়। এদিন হোয়াটসঅ্যাপ বিভ্রাটের ফলে চ্যাট এবং স্ট্যাটাস পোস্ট পোস্ট করার সময় সমস্যার কথা জানাতে ব্যবহারকারীদের মারাত্মক সমস্যা দেখা দেয়।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা পরিষেবা অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন। অ্যাপ এবং ওয়েবসাইট বিভ্রাট ট্র্যাক করে এমন ওয়েবসাইট ডাউনডিটেক্টরের মতে, ব্যবহারকারীরা এদিন  দুপুর ১টা ১০ মিনিট নাগাদ সমস্যার সম্মুখীন হতে শুরু করেন। দুপুর ১:৫৫ নাগাদ, ডাউনডিটেক্টরে ২৯০টি রিপোর্ট আসে। এই রিপোর্টগুলির মধ্যে ৫৪ শতাংশ ব্যবহারকারী সার্ভার সংযোগে, ২৪ শতাংশ ওয়েবসাইটে এবং ২২ শতাংশ অ্যাপে সমস্যার সম্মুখীন হয়েছেন।
হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করতে পারছেন না বলে ইতিমধ্যেই ফেসবুক ও এক্স হ্যান্ডেলে বিষয়টা জানিয়েছেন বহু ব্যবহারকারীরা। যদিও প্রায় দেড় ঘন্টা পরে স্বাভাবিক হয় হোয়াটসঅ্যাপ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন