ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া থানার পানপুর মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম সীমা দত্ত(৩৮)। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে তাঁর বাড়ি। তবে তিনি হাওড়ার লিলুয়ায় থাকতেন। 
স্থানীয় ও পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে এদিন সকালে স্বামী মাধব দত্ত বাইকে  মেয়ে ও স্ত্রীকে ঝাড়গ্রামের উদ্দ্যেশ্য যাচ্ছিলেন। সেই সময় পানপুর মোড়ের কাছে কোলাঘাটের দিকে যাওয়া একটি ডাম্পার পিছন দিক থেকে বাইকে ধাক্কা মারে। ঘটনায় তিনজন রাস্তায় ছিটকে পড়েন। ডাম্পারের চাকা সীমা দেবীর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের সহোযোগীতায় আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি করে। ঘাতক ডাম্পারটিকে আটক করলেও চালক পলাতক। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Uluberia
ডাম্পারের ধাক্কায় উলুবেড়িয়ায় মহিলার মৃত্যু
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0