সাত সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালিবাড়ি এলাকায়।
জানা যায়, শান্তিপুর - কৃষ্ণনগর শাখায় স্টেশন আপ ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয়। গোবিন্দপুর কালীবাড়ির সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, তখনই মোটরবাইক নিয়ে রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি।
জানাযায়, ওই ব্যক্তির নাম শংকর রায়, বয়স ৪৫ বছর। পেশায় কাপড় ব্যবসায়ী। বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দ নগর।
স্থানীয় সূত্রে খবর, একটি ছোট গলি দিয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন। ঠিক তখনই আচমকা ট্রেনটি সজোরে ধাক্কা মারে তাকে। তার মোটরবাইক ট্রেনের তলায় পড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পরিবারের লোকজন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ। উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে।
Accident
ট্রেনের তলায় মোটরবাইক, ছিন্ন ভিন্ন দেহ
×
Comments :0