WIMBELDON 2025

আলকারেজের জয় , উইম্বলডনে সোমবার নামছেন জোকোভিচ

খেলা

রবিবার উইম্বলডনের শেষ ষোলোর ম্যাচে রাশিয়ার আন্দ্রে রুবলেভকে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিল প্রাক্তন উইম্বল্ডনজয়ী স্প্যানিশ কার্লোস আলকারেজ। অল ইংল্যান্ড ক্লাবে এই নিয়ে আলকারেজ তৃতীয় জয় পেলেন। ৬-৭ ( ৫/৭ ) , ৬-৩ , ৬-৪ , ৬-৪ ব্যবধানে জয় পেলেন স্প্যানিশ তারকা। আগামী ৮জুলাই কোয়ার্টারে এই উইম্বলডনের আপাতত টিকে থাকা একমাত্র ব্রিটিশ খেলোয়াড় ক্যামেরন নুরীর বিরুদ্ধে নামবেন আলকারেজ।

সোমবার শেষ ষোলোর ম্যাচে নামতে চলেছেন মোট ২৪টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এবং প্রাক্তন বিশ্বের একনম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান আলেক্স মিনাউর। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের উদ্দেশ্যে বেশ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই নামতে চলেছেন জকার ।বর্তমানে বিশ্বের ১১ নম্বর টেনিস তারকা এই অস্ট্রেলিয়ান আলেক্স। গত বছর এই প্রতিযোগীতার কোয়ার্টারের ম্যাচে জোকোভিচ ও আলেক্সের মুখোমুখি  হওয়ার কথা থাকলেও চোটের কারণে নিজের নাম তুলে নেন আলেক্স। ফলে বেশ উত্তেজক হতে চলেছে এই ম্যাচটি। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়। অন্য ম্যাচে বিশ্বের একনম্বর তারকা ইতালিয়ান জান্নিক সিনার নামবেন দিমিত্রভের বিরুদ্ধে।  

Comments :0

Login to leave a comment