operation nagni

সন্ত্রাসবাদী দমনে ফের সেনার অভিযান কাশ্মীরে

জাতীয়

তিনদিন ধরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদ প্রতিরোধে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ‘নগনি’ নামে এই অভিযানে যৌথ ভাবে অংশ নিচ্ছে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী। 
কুপওয়াড়া জেলার কালারোস অঞ্চলে তল্লাশি চালিয়ে বাহিনী একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন,  বারোটি গ্রেনেড এবং কিছু সরঞ্জাম উদ্ধার করে।
চলতি বছরের ৩০ জুলাই ভারতীয় সেনার ‘শিবশক্তি’ অভিযানের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখার কাছে দুই সশস্ত্র অনুপ্রবেশকারী নিহত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। 
দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় গত পাঁচদিন সেনার আরেকটি অভিযানে দীর্ঘ গুলি বিনিময় হয়েছে। এক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
সংসদের বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘অপারেশন সিন্দুর’ বিতর্কে অংশ নিয়ে জানিয়েছিলেন যে সেনার অপারেশন ‘মহাদেব’-এ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার সুলেমানসহ দুই সন্ত্রাসবাদী নিহত হয়। শাহ বলেছেন যে এই সন্ত্রাসবাদীরা পহেলগাঁও আক্রমণে যুক্ত ছিল।

Comments :0

Login to leave a comment