উল্লেখ্য এর আগে একাধিক রাজ্যে বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করেছে বিজেপি। কর্ণাটকেই তারা এই কাজ করেছে। ২০১৮ সালে কংগ্রেস জেডিএস জোট সরকার গঠন করলে বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করেন তারা। মধ্যপ্রদেশেও ২০২০ সালে একই ছবি দেখা গিয়েছে। বিজেপির যুক্তি সিদ্দারামাইয়া এবং ডিকে শিবকুমার একসাথে কাজ করতে পারবেন না।
সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনেই মুখ্যমন্ত্রীত্বের দাবিদার হলেও কংগ্রেস হাইকমান্ড ৭৫ বছর সিদ্দারামাইয়াকেই বেছে নিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে। শিবকুমার হয়েছেন উপমুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নাম ঘোষণার পর সংবাদমাধ্যমকে সিদ্দারামাইয়া বলেছেন, ‘‘আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। কংগ্রেস একটি পরিবারের মতো কাজ করবে।’’ টুইটারে শিবকুমার লিখেন, ‘‘কর্ণাটকবাসীর উন্নয়ন আমাদের প্রাথমিক লক্ষ্য এবং এই কাজে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো।’’ নির্বাচনী ফলাফলের পর শিবকুমার জানিয়ে দেন যে তিনি দল তাকে যেই দায়িত্ব দেবে তিনি তা পালন করবেন।
Comments :0