দিল্লি বিধানসভার ২৯টি আসনে প্রার্থীর নাম ঘোষনা করলো বিজেপি। সোমবার দলের পক্ষ থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। নয়া দিল্লি আসন থেকে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ প্রভাস বর্মা। আপ মন্ত্রিসভার প্রাক্তন সদস্য কৌলাশ গেহলট লড়বেন বিজওয়াসান আসন থেকে। কয়েক মাস আগে কেজরিওয়াল ঘনিষ্ট এই নেতা আপ ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
কালকাজি কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী অতিশীর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছেন আর এক প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে। গান্ধীনগর আসন থেকে লড়বেন প্রাক্তন কংগ্রেস নেতা অরবিন্দর সিং লাভলি।
আপের পক্ষ থেকে দিল্লির ৭০টি আসনে প্রার্থীদের নাম আগেই ঘোষনা করে দেওয়া হয়েছিল। এবার প্রথম দফার তালিকা প্রকাশ করলো বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোন তালিকা প্রকাশ করা হয়নি।
আবগারি দুর্নীতি মামলায় চাপে আছে আপ। অন্যদিকে দিল্লিতে ক্ষমতা দখল করতে মরিয়া বিজেপি।
BJP DELHI
দিল্লি বিধানসভার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি
×
Comments :0