Biman Basu

উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার বই: বিমান বসু

কলকাতা

জোড়াসাঁকোয় বুক স্টল উদ্বোধনে এক কিশোরের সঙ্গে বিমান বসু। রয়েছেন অনাদি সাহুও।

উগ্র হিন্দুত্ববাদীরা মনের দখল নিতে চাইছে। তার বিরুদ্ধে লড়ার হাতিয়ার হবে বই। শনিবার জোড়াসাঁকোয় বুক স্টল উদ্বোধনে এই মর্মে আহ্বান জানিয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা এবং বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
এদিন সিপিআই(এম) জোড়াসাঁকো-১ এরিয়া কমিটির মাকর্সীয় সাহিত্য ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেল বিমান বসু। কলেজ স্ট্রিটে কর্পোরেশনের ৫ নম্বর বরো দপ্তরের সামনে প্রতি বছর শারদোৎসবে এই বুক স্টল হয়। মার্কসীয় পুস্তকের পাশাপাশি থাকে বিভিন্ন গল্প উপন্যাস ও প্রগতিশীল পুস্তক। শিশু সাহিত্যের বিভিন্ন বই রয়েছে এই বুক স্টলে। 
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালিত হচ্ছে গোটা রাজ্যেই। এই বুক স্টলেও  শিশু সাহিত্যের উপর সুকান্ত ভট্টাচার্যের পুস্তক সম্ভার রয়েছে। 
অন্যদিকে চলতি সপ্তাহেই কলকাতায় ভয়ানক বৃষ্টিতে প্লাবিত হয়। ক্ষতির মুখে পড়ে বইপাড়া। শারদোৎসবের মুখেই এই ক্ষতির পরিমাণ প্রচুর। সিপিআই(এম) আগেই সরকারের কাছে দাবি জানিয়েছিল ক্ষতিগ্রস্ত সমস্ত দোকান ও হকারদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দিতে হবে। এদিন এই বুক স্টলেও সেই বার্তাই পৌঁছে দেওয়া হয়। 
বুক স্টল থেকে সিপিআই(এম) নেতৃবৃন্দ সাধারণ মানুষকে বেশি করে বই কিনে বইপাড়ার সমস্ত মানুষের সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান। 
বিমান বসু বলেন, দুর্যোগের মুখে ক্ষতিগ্রস্ত বইপাড়ার পাশে সব মানুষকে দাঁড়াতে হবে। বই কিনে বই উপহার দিয়ে একদিকে যেমন মননের বিকাশ হবে, অন্যদিকে বই কেনার ফলে এই বইপাড়ার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যাবে। 
বুক স্টল উদ্বোধনে বহু শিশু ও কিশোরের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিমান বসু বলেন, শিশুমনের বিকাশের জন্য বই পড়ার চর্চা বাড়াতে হবে। বর্তমানে উগ্র হিন্দুত্ববাদীরা মস্তিষ্কের দখল নিতে চাইছে। তার বিরুদ্ধে হাতিয়ার হবে একমাত্র বই। এদিন উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য অনাদি সাহু, পার্টিনেতা সংগ্রাম চ্যাটার্জি, রতন ভট্টাচার্য প্রমুখ। 

Comments :0

Login to leave a comment