SIR Citizenship

নাগরিকত্ব নজরে কমিশনের, বারবারই বোঝালেন জ্ঞানেশ কুমার

জাতীয়

নাগরিকত্বই দেখতে নেমেছে নির্বাচন কমিশন। তার জন্যই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। 
সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বারেবারেই এই উদ্দেশ্য বুঝিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি জানিয়েছেন, যে যে উদ্দেশ্যকে সামনে রেখে ভোটার তালিকায় এসআইআর চলছে তার একটি বিদেশি নাগরিক চিহ্নিত করা।
এর আগে, এসআইআর’র প্রথম পর্যায় হয়েছে বিহারে। সেখানে কমিশন এবং বিজেপি একসুরেই বিদেশি, বিশেষ করে বাংলাদেশি, চিহ্নিত করার জন্য এই প্রক্রিয়ার পক্ষে সওয়াল করেছে। 
বিহারের এসআইআর চালুর সময় থেকেই বামপন্থীদের সঙ্গে বিরোধী বিভিন্ন দল ঘুরপথে এনআরসি চালুর অভিযোগ তুলেছে। সোমবারও কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেকথা বলেছেন। ভোটার তালিকা সংশোধনের নজর না দিয়ে কমিশন এক্তিয়ারের বাইরে নাগরিকত্ব যাচাইয়ে নামবে কেন, সে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে সংশ্লিষ্ট মামলার শুনানিতেও।
বিহারে এসআইআর প্রক্রিয়ায় প্রথম দফায় ৬৫ লক্ষ এবং দ্বিতীয় দফায় ৩.৭ লক্ষ নাম বাদও পড়েছে। তবে বিদেশি নাগরিক হওয়ায় নাম কতজনের বাদ পড়েছে জানায়নি কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 
সোমবার জ্ঞানেশ কুমার নিজেই সাংবাদিক সম্মেলনে বলেছেন, স্থানান্তরিত ভোটার চিহ্নিত করা, মৃত ভোটার দেখা এবং ‘ভুল করে’ বিদেশি নাগরিকের নাম ভোটার তালিকায় থেকে গেছে কিনা তা খুঁজে দেখতে এসআইআর।
এসআইআর প্রক্রিয়ায় ১২ রাজ্যে ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত প্রকাশিত ভোটার তালিকাকে ভিত্তি ধরছে কমিশন। ওই সময়েই বিভিন্ন রাজ্যে নিবিড় সংশোধন বা ‘ইনটেনসিভ রিভিশন’-র পর বের হয়েছিল ভোটার তালিকায়।
এক প্রশ্নে নির্বাচন কমিশনার জানান যে ইনটেনসিভ রিভিশনের পর যাদের নাম তালিকায় রয়েছে তাদের নাগরিক ধরে নিয়ে এগচ্ছে কমিশন। 
এদিন সাংবাদিক সম্মেলনের নাগরিকত্বের বিষয়টি বারবারই ঘুরিয়ে ফিরিয়ে এনেছেন মুখ্য নির্বাচন কমিশনার। আসামকে এই পর্বেই এসআইআর থেকে বাদ রাখা হয়েছে। অথচ, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাডু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির সঙ্গে আসামেও ভোট হবে ২০২৬-এ। 
আসামকে বাদ রাখা সংক্রান্ত এক প্রশ্নে জ্ঞানেশ কুমার বলেন, ভারতের নাগরিকত্ব আইনে আসামের জন্য বিশেষ সংস্থান রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামের নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ চলছে। সে কারণে আসামকে বাদ রাখা হয়েছে। আসামের ভোটার তালিকা সংশোধনের জন্য আলাদা তালিকা প্রকাশিত হবে। 
সুপ্রিম কোর্টের নির্দেশে আধার নেওয়া হবে জানালেও কুমার বলেছেন যে আধার পরিচয়ের প্রমাণ। নাগরিকত্ব বা জন্ম সালের প্রমাণ হিসেবে বিবেচিত হয় না। আধার কার্ডে তার উল্লেখ থাকে।
রবিবার কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সাংসদ শান্তনু ঠাকুর বলেন যে মতুয়াদের আগে নাগরিকত্বের ফরম ভরা উচিত। নাম বাদ গেলেও নতুন করে ভোটার কার্ড পেতে অসুবিধা হবে না সেক্ষেত্রে!

Comments :0

Login to leave a comment