Gujarat

গুজরাটে কপ্টর দুর্ঘটনায় মৃত তিন

জাতীয়

গুজরাটে মহড়ার সময় ভেঙে পড়লো উপকুল রক্ষা বাহিনীর কপ্টর। সূত্রের খবর এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তার সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন। বাহিনীর অ্যাডভান্স লাইট কপ্টরটি এদিন প্রতিদিনের মতো মহড়া দেওয়া হচ্ছিল। সেই সময় ঘটনাটি ঘটে। কি ভাবে এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান যান্ত্রিক গোলযোগের ফলে এই দুর্ঘটনা। 
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন এদিন কিছুক্ষণ কপ্টরটি ওড়ার পরই নীচে পড়ে যায়।

Comments :0

Login to leave a comment