ভোটার বেড়েছে তাই বাড়ছে বুথের সংখ্যাও। সর্বদলীয় বৈঠকে একথা জানিয়ে দেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১২০০ বেশি ভোটার যেই বুথ গুলোয় রয়েছে সেই বুথ গুলো ভাগ করা হবে। সেই ক্ষেত্রে প্রায় ১৩ হাজার বুথের সংখ্যা বাড়তে চলেছে। বর্তমানে রাজ্যের বুথের সংখ্যা ৮০ হাজার বেশি। তা বেড়ে হবে ৯৩ হাজার।
সিপিআই(এম) এর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী, সুমিত দে, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাস এবং কল্লোল মজুমদার। সাংবাদিক সম্মেলনের সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী বলেন, ‘বুথের পুনর্বিন্যাস নিয়ে জেলার নির্বাচনী অধিকারিক যেই রিপোর্ট দিয়েছে তা অসত্য। সেখানে বলা হয়েছে যে সর্বসমত ভাবে বুথ পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কোথায় কোথায় আপত্তি তা জানানো হয়েছে বিভিন্ন স্তরের বৈঠকে। তারপরও ডিও রিপোর্টে দিয়েছে সর্বসম্মত সিদ্ধান্ত, এই রিপোর্ট অসত্য।’ তিনি বলেন, ‘সিপিআই(এম) এর পক্ষ থেকে যেই আপত্তি তা পর্যালোচনা করা হোক তারপর সিদ্ধান্ত নেওয়া হোক। আপত্তি যদি নেওয়া হয় বা না নেওয়া হয় তবে তা জানাতে অ্যাকশান টেকেন রিপোর্টের মাধ্যমে।’
সিপিআই(এম)’এর পক্ষ থেকে বলা হয়েছে, ডিও’র রিপোর্ট অসত্য, তা নিয়ে নতুন করে আপত্তি জমা দিতে বলা হয়েছে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত রিপোর্ট জমা দিতে পারবে রাজনৈতিক দল গুলো কমিশনের কাছএ।
শমীক লাহিড়ী বলেন, ‘রাজ্যের প্রতিটা বুথে ৭০ থেকে ৭৫ মৃত বা ভুয়ো ভোটার রয়েছে এর অভিযোগ তথ্য দিয়ে করা হয়েছে বার বার কিন্তু কমিশন কোন ব্যবস্থা নেয়নি।’
ECI CPI(M)
বুথ পুনর্বিন্যাস নিয়ে ডিও’র রিপোর্ট অসত্য, দাবি করলো সিপিআই(এম)

×
Comments :0