‘‘সরকার কতো স্মার্ট আমরা দেখে নেবো। রাজ্যে একটাও স্মার্ট মিটার বসাতে দেবো না।’’ সোমবার গণশক্তি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মার্ট মিটার প্রসঙ্গে একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
তিনি বলেন, ‘‘মোদীর স্মার্ট সিটি বলেছিল হয়নি। আর রাজ্য সরকার কেন্দ্রের স্মার্ট মিটার প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে। প্রতিদিন বিদ্যুৎ এর বিল বাড়ছে। গোয়েঙ্কার টাকায় মমতা শহীদ দিবস করছে আর মানুষের ওপর বোঝা চাপাচ্ছে। বিজেপি খুশি রাজ্য স্মার্ট মিটার বসাতে চাইছে বলে। কারণ তারা জানে বিদ্যুৎ এর জন্য কয়লা আদানির থেকে কিনতে হবে তাতে ওদের লাভ।’’
রাজ্যের বিভিন্ন জায়গায় স্মার্ট মিটারের জন্য সমীক্ষা শুরু করার বিঞ্জপ্তি জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এই স্মার্ট মিটারের বিরোধীতা করে প্রথম থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বামপন্থীরা। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোন কথা বলেনি রাজ্য সরকার। মুখ বুজে তারা মেনে নিয়েছে। শুধু স্মার্ট মিটার নয়, রাজ্যে প্রতিদিন বাড়ছে বিদ্যুৎ এর মাশুল। যার ফলে মানুষের ওপর বাড়ছে বাড়তি বোঝা। বিদ্যুৎ দাম নিয়ন্ত্রণেও সরকার নীরব।
রেল দুর্ঘটনা প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘বুলেট ট্রেন নিয়ে বড় বড় কথা বলা হচ্ছে কিন্তু যাত্রী নিরাপত্তার বিষয়টা উপেক্ষা করা হচ্ছে। আমাদের রাজ্যেও কোথাও বাঁধ ভাঙছে, কোথাও রাস্তায় ধস নামছে। নিরাপদ পরিবহন ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হচ্ছে।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির সরকারি অফিসারকে কুকথা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘গোটা রাজ্য জুড়ে এই ধরনের তালে বর আছে। তারা ভোট জোগাড় করে দেবে, তারপর তারা কিছুই মানবে না। আইনের শাসন তাদের জন্য নয়। মমতা প্রথম বলেছিল বইমেলায় চাপকানো উচিত। আসল রোগ তো মমতা ব্যানার্জি, রোগী হচ্ছেন অখিল গিরি। রোগটাকে আগে ধরতে হবে।’’
অখিলের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হলো না কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সেলিম। তিনি বলেন, ‘‘সরকারি কর্মীকে কাজে বাধা দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ হয়। কেন পুলিশ অখিল গিরির বিরুদ্ধে কোন পদক্ষেপ নিল না?’’
Comments :0