Cooperative Election

সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সিপিআই(এম)

জেলা

কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বড় জয় সিপিআই(এম)’র। প্রার্থী জোগাড় করতে পারল না রাজ্যের শাসক দল। যার ফলে পুরুলিয়ার রঘুনাথপুর এক ব্লকের বাবুগ্রাম পঞ্চায়েতের বাবুগ্রাম কৃষি সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছটি আসনে জিতল সিপিআই(এম) প্রার্থীরা। পরিচালন সমিতির শেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেবারও জিতেছিল সিপিআই(এম )। ২০২২ সালে মেয়াদ শেষ হল নির্বাচন আর হয়নি। তিন বছর প্রশাসক নিয়োগ করে সমবায় চালানোর পর ১৩ সেপ্টেম্বর থেকে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। ১০ এবং ১১ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ ছিল। ২৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল। কোন আসনেই শাসক দল কোন প্রার্থী দিতে পারেনি। সমবায় সুখ সমিতিতে মোট সমবায়ের সংখ্যা ২৬১ জন। আগামী ৪ নভেম্বর ওই সমবায় সমিতির পরিচালন সমিতি গঠন করা হবে। 
স্থানীয় সিপিআই(এম) নেতৃত্ব বলেন, ‘‘তিন বছর তৃণমূল এই সমবায় দখল করে রেখেছে। সমবায়কে লুট করেছে। এই সমবায়কে দুর্নীতি মুক্ত করে পরিচালনা করতে সিপিআই(এম) প্রার্থীদের ভোট দিয়েছে মানুষ। এই জয় আগামীদিনের বড় লড়াইয়ের প্রস্তুতি।’’

Comments :0

Login to leave a comment