DOOARS ELEPHANT

মালবাজারে ট্রেন চালকের সতর্কতায় প্রাণ বাঁচল হাতির

জেলা

ডুয়ার্সের এনজেপি মালবাজার রুটে গরুমারা জাতীয় উদ্যানের চাপরামারী জঙ্গলের বুক চিরে ছুটছিল ট্রেন। আর সেই পথেই হঠাৎ সামনে উপস্থিত  প্রকাণ্ড এক দাঁতাল হাতি! এক মুহূর্তের মধ্যেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু চালকের সতর্কতায় প্রাণ বাঁচল হাতির।
বৃহস্পতিবার বৃষ্টিভেজা জঙ্গলের রেল লাইনে সন্ধ্যা ঠিক ৬টা ৫ মিনিট নাগাদ এমনই ঘটনার অভিজ্ঞতা জানালেন রেল যাত্রীরা। নাগরাকাটা–চালসা রেলপথে ছুটছিল ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 
হঠাৎই লোকো পাইলট এস. টোপ্পো ও সহকারী শুভ্র হালদারের চোখে পড়ে একটি বিশাল হাতি সরাসরি ইঞ্জিনের দিকে এগিয়ে আসছে। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ব্রেক কষে দেন তাঁরা। থমকে দাঁড়ায় ট্রেন। আর সেই সঙ্গেই এড়ানো যায় অঘটন। 
উল্লেখ্য এই পথে এর আগে বহুবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বেশ কিছু ক্ষেত্রে চালক ও সহকারী চালকের তৎপরতায় হাতির মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন