Maldaha Arunava Dutta Chowdhury

মালদহে পড়ুয়াদের হাতে ঘেরাও আরজি করের অরুণাভ

জেলা

মালদহ মেডিক্যাল কলেজে বিক্ষোভ ছাত্রদের।

মালদহ মেডিক্যালে পড়ুয়াদের প্রবল বিক্ষোভের মুখে পড়লেন আরজি কর মেডিক্যালের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী।  তাঁকে মালদা মেডিক্যালের অধ্যাপক হিসাবে মেনে নেওয়া হবে না বলে বৃহস্পতিবার সাফ জানিয়ে দিয়েছেন মালদা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। চিকিৎসক পড়ুয়ারা  জানিয়েছিলেন, মালদা মেডিকেল আবর্জনার স্তূপ নয়। ক্লিনচিট না পাওয়া পর্যন্ত আরজি করের অভিযুক্ত কোন‌ও অধ্যাপককে মালদা মেডিকেলে যোগদান করতে যাওয়া হবে না। হুঁশিয়ারি দিয়ে চিকিৎসক পড়ুয়ারা জানিয়েছেন প্রয়োজনে মালদা মেডিক্যালে তালা লাগিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার মালদা মেডিকেলে যোগদান করতে এসে অধ্যক্ষের অফিসে পড়ুয়াদের হাতে ঘেরাও হন আরজি কর মেডিকেলের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরি। বিকেল পর্যন্ত অধ্যক্ষের অফিসে ঘেরাও হয়ে থাকেন তিনি। বিষয়টি নিয়ে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে কথা বলে মেডিকেল কর্তৃপক্ষ। পড়ুয়াদের ক্ষোভে শেষ পর্যন্ত কাজে যোগ না দিয়েই ফিরে যেতে বাধ্য হন অরুণাভ। 
উল্লেখ্য, আরজি কর মেডিকেলে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনার পর গত ২১ অগাস্ট স্বাস্থ্য ভবনের তরফে বদলির নির্দেশিকা জারি করে ওই মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিকেলে বদলি করে দেওয়া হয়। সেই নির্দেশিকা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মালদা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। ক্লিন চিট না পাওয়া পর্যন্ত অরুণাভ দত্ত চৌধুরিকে মালদা মেডিকেলে যোগদান করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁরা। এদিন দুপুরে মালদা মেডিকেলে যোগদান করতে আসেন অরুণাভবাবু। তাঁকে দেখেই মালদা মেডিকেলের অধ্যক্ষের অফিস ঘেরাও করেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। খবর পেয়ে মেডিকেলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশও।

Comments :0

Login to leave a comment