শুভঙ্কর দাস
এ যেন এক অদম্য লড়াইয়ের গল্প। হার না মানা জেদের জয়। কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে, শক্তিশালী মোহনবাগানকে ২-০ গোলে হারাল সাদার্ন সমিতি। এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে গণশক্তি ডিজিটালের মুখোমুখি জোড়া গোলের নায়ক সৌগত হাঁসদা, দলের কোচ রঞ্জন ভট্টাচার্য এবং ক্লাব সভাপতি ক্যাপ্টেন আশরাফ আলি শেখ।
রবিবাসরীয় দুপুরে মোহনবাগান মাঠে, সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু গ্যালারি ভরলেও, মন ভরল না। বিপর্যস্ত হল সবুজ মেরুন ব্রিগেড। বলা যেতে পারে, রীতিমতো আধিপত্য বিস্তার করেই পালতোলা নৌকাকে রুখে দিল রঞ্জন ভট্টাচার্যের ছেলেরা। অনবদ্য এবং অসাধারণ লড়াই করেই জয় হাসিল করল সাদার্ন।
আর এই ম্যাচে জোড়া গোলের নায়ক হলেন সৌগত হাঁসদা। গোটা মাঠ জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিলেন তিনি। ম্যাচের ১৯ মিনিটে, তাঁর পা থেকেই আসে প্রথম গোলটি। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও সৌগতর অবদান অনস্বীকার্য। ঠিক ২৪ মিনিটের মাথায়, বুদ্ধিদীপ্ত ফিনিশ করে সাদার্নকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনিই। আর এর ফলেই, গোটা দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। মোহনবাগান ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষপর্যন্ত, ২-০ গোলের ব্যবধানে এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে সাদার্ন সমিতি।
ম্যাচের পর জোড়া গোলের নায়ক সৌগত হাঁসদা গণশক্তি ডিজিটালকে জানালেন, “জিতে অসাধারণ লাগছে। আজ মাঠে নামার আগে একটাই কথা মাথায় ছিল। দলের হয়ে গোল করতে হবে এবং জিততে হবে। আমাদের কাছে আজ ছিল প্রমাণ করার দিন। সেই চ্যালেঞ্জটা নিয়ে আমরা নিজেদের ১০০% দিয়েছি, তাই জিততে পেরেছি। স্যারের পরিকল্পনা অনুযায়ী আমরা খেলতে পেরেছি।“
অন্যদিকে কোচ রঞ্জন ভট্টাচার্য গণশক্তি ডিজিটালকে বললেন, “ভালো লাগছে। সাদার্ন সমিতির কোচ হিসেবে এই ম্যাচটা জিততে পেরে দারুণ লাগছে। হয়ত আমরা তিনটে ম্যাচ হেরেছি, কিন্তু আমরা খারাপ ফুটবল খেলিনি। আজকে সেটা আমরা প্রমাণ করতে পেরেছি। কিন্তু আজকের ম্যাচেও আমার চারটে প্লেয়ার ছিল না। ফৈয়াজ, বিপুল, সৌরভ এবং নবি। হলুদ কার্ড এবং চোটের জন্য এদেরকে দলে পাইনি। তবুও বাকিদের নিয়ে প্ল্যান করে লড়াই করেছি।“
তিনি আরও যোগ করেন, “বড় ক্লাবের বিরুদ্ধে আলাদাই মোটিভেশন কাজ করে। আরও বেশি গোলে জেতা উচিৎ ছিল আমাদের। এই জয়ের কৃতিত্ব ছেলেদেরই দিতে চাই। মোহনবাগানকে সাঁড়াশি চাপে ফেলে দিতে পেরেছিলাম আমরা। ভালো লাগছে ছেলেদের জন্য। এই জয় সাদার্ন সমিতি ক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।“
সাদার্ন সমিতি ক্লাবের ক্যাপ্টেন আশরাফ আলি শেখ গণশক্তি ডিজিটালকে জানালেন, “মোহনবাগানের মতো বড় ক্লাবকে হারাতে পেরে ভালো লাগছে। আমাদের ছোট বাজেটের দল হলেও, বড় দলের বিরুদ্ধে ভালো খেলব এই মনোভাব নিয়েই তৈরি হচ্ছিলাম। সেইজন্যই, এই দুর্দান্ত ফলাফল।“
সবমিলিয়ে কলকাতা লিগের কালো ঘোড়া সাদার্ন সমিতি প্রমাণ করল যে, ইচ্ছে থাকলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আর এএফসি কাপের ম্যাচের আগে, এই হার রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াল মোহনবাগানের জন্য।
Comments :0