Garib Rath Express

চলতে চলতে বিচ্ছিন্ন গরিব রথ এক্সপ্রেস

জাতীয়

ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল গরিব রথ এক্সপ্রেস। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিহার থেকে দিল্লি যাওয়ার পথে বিহারের মধুবনি জেলার থাহার গ্রামে। সমস্যায় পড়েন যাত্রীরা। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। তবে ঘটনায় হতাহতের খবর নেই। 
রেল সূ্ত্রে খবর এদিন দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেস হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। জয়নগর থেকে নয়াদিল্লিগামী গরিব রথ ট্রেনের ইঞ্জিন খাজৌলি স্টেশনের ২৬ নম্বর গুমটির কাছে বগি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ একটা ঝাঁকুনি দেয় ট্রেনটি, তারপরেই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় জানিয়েছেন যাত্রীরা। কামরাগুলিকে ছেড়ে প্রায় এক কিলোমিটার একা এগিয়ে যায় ইঞ্জিনটি। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও একই গতিতে রেললাইনের ওপর দিয়ে ট্রেনের বগি ছুটতে থাকে। আতঙ্কে যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নামতে শুরু করেন। 
ঘটনা গার্ডের নজরে আসলে তিনি চালককে জানান। তারপরেই ট্রেন থামান চালক। তারপরে রেল আধিকারিকরা সেখানে হাজির হন। ট্রেনটিকে জুড়ে দেওয়া হলে দিল্লির উদ্যেশ্যে চলতে থাকে ট্রেনটি। ঘন্টা খানিক দেরি হয় ট্রেনটি ছাড়তে। এর আগেও বিহারে মগধ এক্সপ্রেস ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়েছিল। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন যাত্রীরা।

Comments :0

Login to leave a comment