দুবরাজপুরের বক্রেশ্বর এলাকার জ্যোতির মাঠ জঙ্গল থেকে শনিবার সকালে এক প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মৃতদের নাম গোপাল বাগদি(১৯) এবং সুপ্রিয়া বাগদি(১৮)। দুজনের বাড়ি বক্রেশ্বরে। সুপ্রিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের এইবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। মৃত গোপাল বাগদি পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য কাজ করতো। কিছুদিন আগে বাড়ি ফিরে এসে গ্রামে দিনমজুরের কাজ করছিল। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এটা দুই পরিবারই জানতো। এই নিয়ে দুই পরিবারের মধ্যে কোনও আপত্তিও ছিল না বলে জানিয়েছেন গোপাল বাগদির বাবা আনন্দ বাগদি। তিনি জানান আমাদের দুজনের বাড়ি পাশাপাশি। আমি তো মেনে নিয়েছিলাম ওরা দুজনে বিয়ে করুক। কিন্ত কি কারনে এই আত্ম হত্যার পথ বেছে নিল জানিনা। শুক্রবার বিকেলের পর থেকে নিখোঁজ ছিল গোপাল ও সুপ্রিয়া। আমরা অনেক খোঁজাখুজি করেছি কিন্তু কোন হদিশ পায়নি।
শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বক্রেশ্বর নদীর ধারে জ্যোতিরমাঠের জঙ্গলে একটি গাছের ডালে গোপালের গলায় ফাঁস লাগানো মৃতদেহ ঝুলছিল এবং গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় সুপ্রিয়ার মৃতদেহ মাটিতে পড়ে ছিল। গ্রামবাসীরা দেখে খবর দেন পরিবারের লোকজনদের। এই ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Dubrajpur
জঙ্গলে উদ্ধার প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত দেহ, চাঞ্চল্য দুবরাজপুরে

×
Comments :0