ভারত সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রক থেকে লোকনাট্য বিষয়ে ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন সঙ্গীতা দত্ত মাজি। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর কালচারাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে হাওড়া জেলার লুপ্তপ্রায় লোকনাট্য কালিকাপাতাড়ি নিয়ে গবেষণার উদ্দেশ্যে জুনিয়র ফেলোশিপে সম্মানিত হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ থেকে একমাত্র উনিই আছেন এবারের ফোক থিয়েটার-এর তালিকায়। তাঁর গবেষণার লক্ষ্য হবে কালিকাপাতাড়ির উদ্ভব, বিকাশ এবং অবক্ষয়ের অনুসন্ধান। এছাড়া এই লোকনাট্যের সাথে যুক্ত লোকায়ত শিল্পীদের আর্থসামাজিক অবস্থান পঞ্জীকরণও এই গবেষক অত্যন্ত জরুরি বলে মনে করেন। বিশ্বের দরবারে কালিকাপাতাড়িকে পরিচিত করতে একটি মনোগ্রাফ প্রকাশ এবং সংক্ষিপ্ত একটি তথ্যচিত্র নির্মাণ করার প্রচেষ্টা করবেন বলে সঙ্গীতা জানালেন। হাওড়া গ্রামীণের নাট্যদল উলুবেড়িয়া ট্রাঙ্ক রোড থিয়েটার দলের প্রতিষ্ঠাতা সদস্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্ট এবং বাংলা সাহিত্যে স্নাতকত্তোর সঙ্গীতা দত্ত। পারিবারিক সূত্রে শৈশব থেকেই তিনি এই লোকনাট্যের সঙ্গে ওতোপ্রোতোভাবে যুক্ত।
Fellowship Award
লুপ্তপ্রায় লোকনাট্য গবেষণায় ফেলোশিপ পেলেন হাওড়ার সঙ্গীতা

×
Comments :0