SSC 'List One'

শিক্ষক নিয়োগ দুর্নীতি: অসম্পূর্ণ ’চিহ্নিত অযোগ্য’ তালিকা প্রকাশ কমিশনের

রাজ্য কলকাতা

সুপ্রিম কোর্টের ধমকের জেরে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু নাম দেওয়া হয়েছে মাত্র ১৮০৪ জনের। বলা হয়েছে এটি ‘প্রথম তালিকা’।
কিন্তু কারা কোন কারণে অযোগ্য তার উল্লেখ করা হয়নি। সাদা খাতা জমা দিয়ে চাকরি, প্যানেলের মেয়াদ শেষের পর নিয়োগ, কাদের ক্রমতালিকা বদলে চাকরি পেয়েছিলেন তার  ব্যাখ্যা দেওয়া হয়নি। কারা কোথায় কর্মরত ছিলেন তারও উল্লেখ নেই। 
ফলে আশঙ্কা, নতুন করে এসএসসি’র পরীক্ষায় এই চিহ্নিত অযোগ্য বা দাগিরা যে ফের বসার সুযোগ পাবেনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এসএসসি’র নিয়োগে দুর্নীতির জেরেই কলকাতা হাইকোর্টে বাতিল হয় প্যানেল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখে। সরকার এবং এসএসসি কোনও আদালতে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই তালিকা দেয়নি। সে কারণেই পুরো প্যানেল বাতিল করতে হয়েছে। কারণ পরীক্ষার রন্ধ্রে দুর্নীতি ধরা পড়েছিল। এমনকি কমিশন নথিও নষ্ট করে ফেলেছিল। সুপ্রিম কোর্ট জানায় সব নথি নষ্ট করায়।
কিন্তু নতুন পরীক্ষা প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের বসার ব্যবস্থা হয়েছে। হাইকোর্টে তা নিয়ে সওয়ালও করেছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই এই পদ্ধতি নেওয়া হয়। চলতি সপ্তাহে এই মামলার শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে। সুপ্রিম কোর্ট ‘চিহ্নিত অযোগ্য’ তালিকা প্রকাশের নির্দেশ দেয়। হাইকোর্টে গিয়ে কেন চিহ্নিত অযোগ্যদের পরীক্ষায় ফের বসার পক্ষে সওয়াল করেছে তা নিয়েও প্রশ্ন তোলে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে যে মন্ত্রীদের সুপারিশে চাকরির জন্য রাস্তায় বসছে হয়েছে হাজার হাজার চাকরিপ্রার্থীকে। রাজ্য সরকার এবং কমিশনের এই দুর্নীতির দায় পড়ছে আদালতের ওপরও।
কিন্তু এত কিছুর পরও পূর্ণ তালিকা প্রকাশ করল না রাজ্য। ধাপে ধাপে প্রকাশের কৌশলে শেষ পর্যন্ত ঘুষের বিনিময়ে চাকরি নেওয়া অংশকে বাঁচানোর চেষ্টা চলছে বলে আশঙ্কা। অভিযোগ, রাজ্য এবং কমিশনের এমন অবস্থানের কারণ ঘুষে সরাসরি কলাভবান হয়েছে তৃণমূল কংগ্রেসই।

Comments :0

Login to leave a comment