Vaibhav-Vedant duo

বৈভব-বেদান্ত জুটির দাপটে চালকের আসনে ভারত

খেলা

অনূর্ধ্ব-১৯ টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। বৈভব সূর্যবংশী ও বেদান্ত ত্রিবেদীর বিধ্বংসী ব্যাটিং ভারতকে প্রথম ইনিংসে ১৮৫ রানে এগিয়ে দিল। বৈভব ও বেদান্ত দুজনেই শতরান করেন। এছাড়া তৃতীয় উইকেট জুটিতে ১৩৫ বলে ১৫২ রান যোগ করেন তারা।
দ্বিতীয় দিনের শুরুতেই ব্যাটে ঝড় তোলেন বৈভব। দিনের প্রথম দুটো বলই বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন তিনি। অধিনায়ক আয়ুশ মাত্রে (২১) যখন আউট হন তখন ভারতের রান ৫ ওভারে ৪৭। কিছু পরে বিহান মালহোত্রাও ফিরে যান। এরপরে বৈভব-বেদান্ত রীতিমত তাণ্ডব চালান অজি বোলারদের ওপর। অস্ট্রেলিয়ার জুনিয়র দলের বোলাররা কোথায় বল ফেলবেন ঠিক করে উঠতে পারছিলেন না। 
বৈভব ৮৬ বলে ১১৩ করেন। ৯টা ৪ ও ৮টা ৬ মারেন তিনি। বেদান্ত ১৯২ বলে ১৪০ করেন। ১৯টি চারের মার ছিল তাঁর ইনিংসে। অভিজ্ঞান কুন্ডু (২৬) ও রাহুল কুমার (২৩) বেশিক্ষণ ক্রিজে থাকেন। খিলান প্যাটেল শেষের দিকে নেমে ৪৯ বলে ৪৯ করেন। 
ভারত শেষ পর্যন্ত ৪২৮ রান তোলে। হেডেন শিলার (৩/৮৮) ও উইল মালাজুক (৩/৭০) বল হাতে সফল। 
দিনের শেষে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৮। অ্যালেক্স লি ইয়ংকে (০) ফিরিয়ে দেন দীপেশ দেবেন্দ্রন।

Comments :0

Login to leave a comment