বুধবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালয়েশিয়ার বিরুদ্ধে নামবে ভারত। এএফসি এশিয়ান কাপের যোগ্যতাঅর্জন ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে ভারত নামবে এই ফ্রেন্ডলি ম্যাচে। এখনো পর্যন্ত মোট ১৮বার মুখোমুখি হয়েছে ভারত ও মালয়েশিয়া। যার মধ্যে পাল্লা ভারী ভারতেরই । গত নভেম্বরের ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছিল এই ম্যাচ। কোচ মানালো মার্কেজ জানিয়েছেন যে , সুনীল এই ম্যাচে খেলবেন ঠিকই। তবে তাকে শুরু থেকে মাঠে নামায হবে কিনা তা নিয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি। ফ্রেন্ডলি ম্যাচ হওয়ায় মোট ৬টি পরিবর্তন করা যাবে এই ম্যাচে। তাই রিসার্ভ বেঞ্চে থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে মানালো একবার পরোখ করে নিতে চান সুনীলকে। খেলা শুরু হবে সন্ধ্যা ৭:৩০টায়। বুধবারের ম্যাচেই হয়তো ভাগ্যের শিকে ছিঁড়তে পারে মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথের।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশ - বিশাল , সন্দেশ , রাহুল , শুভাশীষ , রোশান , আপুইয়া , সুরেশ , লিস্টন , ব্রিসন ফার্নান্দেজ , ব্রেন্ডন ও সুনীল।
Comments :0