১৯৯৬ সালের ১৭মার্চ তারিখটিতে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জেতা ছাড়াও এই দিনটিতে ক্রিকেট জগতে ঘটেছিল আরো অনেক ঘটনা। এই ১৭মার্চেই ২০০৭ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়েছিল আয়ারল্যান্ড। কিংস্টনের এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৫ওভারে ১৩২রানেই অলআউট হয়ে যায় ইনজামামের পাকিস্তান । ইমরান নজির করেন ২৪ রান , কামরান আকমল করেন সর্বাধিক ২৭রান।আয়ারল্যান্ডের হয়ে র্যাংকিন নিয়েছিলেন ৩টি উইকেট। ইউনিস খান , কামরান আকমল এবং আজহার মামুদের উইকেট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তাড়া করতে নেমে ৪১ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে সর্বাধিক ৭২রান করেন নিয়াল ও ব্রায়ান। এছাড়াও এই বিশ্বকাপের আরো একটি ম্যাচে এই একই দিনে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১৯২রান করেছিল রাহুল দ্রাবিড়ের ভারত। এই ইনিংসে ভারতের হয়ে সর্বাধিক ৬৬রান করেছিলেন সৌরভ গাঙ্গুলি। যুবরাজ করেছিলেন ৪৭রান। বাংলাদেশের হয়ে ,মহম্মদ রফিক ৩টি , মোর্তাজা ৪টি এবং আব্দুর রজ্জাক নেন ৩টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে সাকিব ৫৬ এবং মুশফিকুর রহিম ৫৩ রান করেন।মোট ৫উইকেটে জয়ী হয়েছিল বাংলাদেশ।
ireand & bangladesh beat pakistan & india on 2007 wc
আন্ডারডগদের দিন

×
Comments :0