JANNIK SINNER

টেনিসে নিষেধাজ্ঞা জান্নিক সিনারের

খেলা

ছবি প্রতিকী

 

বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার ( WADA )তরফ থেকে ইতালীয় টেনিস তারকা জান্নিস সিনারকে ৩মাসের নিষেধাজ্ঞা দেওয়া করা হয়েছে। অর্থাৎ ৮ফেব্রুয়ারি থেকে আগামী ৯মে পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। অর্থাৎ আগামী ২৫মে তারিখে রোঁলা গাঁরো প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতে পারবেন। প্রায় একবছর আগে থেকে চলছে এই কেসটি । তবে সিনারের মতে এই বছরের শেষেই হয়তো ইতি ঘটতে পারে তার এই কেসের। WADA  এও জানিয়েছে যে , সিনারের কোনো ঠকানোর ইচ্ছা না থাকলেও নিয়ামানুযায়ী তাকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। 

Comments :0

Login to leave a comment