Junior doctor protest

জুনিয়ার ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান

রাজ্য

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এবং নতুন অধ্যক্ষের ভূমিকা নিয়ে স্বাস্থ্যভবন অভিযান জুনিয়র ডাক্তারদের। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয় মিছিল। বিপুল সংখ্যায় চিকিৎসক, জুনিয়ার ডাক্তাররা এই মিছিলে অংশ নিয়েছেন। তাদের হাতে একটাই পোস্টার, আরজি করের বিচার চাই।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোন শান্তিপূর্ণ কোন আন্দোলনের ওপর বল প্রয়োগ করতে পারবে না পুলিশ। সেই নির্দেশ মতো এদিন বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হলেও রাস্তায় কোন ব্যারিকেড করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে চিকিৎসকদের মিছিল এগিয়ে যায় স্বাস্থ্য ভবনের দিকে। 

মিছিলে অংশ নেওয়া আরজি করের জুনিয়ার ডাক্তারদের দাবি নতুন অধ্যক্ষ সুহৃতা পাল একদিনের জন্য আরজি করে যাননি। কথা বলেননি পড়ুয়াদের সাথে। নিরাপত্তা নিয়ে সিআইএসএফ’এর সাথে যেই বৈঠক হয়েছে তাতেও তিনি উপস্থিত ছিলেন না। পড়ুয়াদের দাবি স্বাস্থ্য ভবন থেকে কাজ চালাচ্ছেন তিনি। মিছিল থেকে স্লোগান উঠেছে নতুন অধ্যক্ষকে অপসারন করতে হবে। জানা যাচ্ছে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে গিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি জানাবেন। 

Comments :0

Login to leave a comment