Kakababu

কাকাবাবুর ১৩৭ তম জন্মদিবস পালিত মর্যাদার সাথে

রাজ্য

ভারতের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃত কমরেড মুজফফর আহমেদের ১৩৭ তম জন্মদিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো সিপিআই(এম) নেতৃত্ব। গোবরা কবরস্থানে কাকাবাবুর সমাধিতে শ্রদ্ধা জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য সহ নেতৃত্ব।

সিপিআই(এম) রাজ্য সদর দপ্তর মুজফফর আহমেদ ভবনে তার আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানায় নেতৃত্ব। গণশক্তি দপ্তরে মুজফফর আহমেদ পাঠাগারে শ্রদ্ধা জানান প্রবীন নেতা সিপিআই(এম)  রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, রবীন দেব, আভাস রায়চৌধুরি, কল্লোল মজুমদার, মীনাক্ষী মুখার্জি, মিনতি ঘোষ, শমীক লাহিড়ী, জিয়াউল আলম, দীপক দাশগুপ্ত, সুদীপ সেনগুপ্ত, সর্বানি প্রসাদ সাঁতরা, তরুণ ব্যানার্জি, ধ্রুবজ্যোতি সাহা, ফাইয়াজ আহমেদ, অতনু সাহা সহ অন্যান্যরা। পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধা জানান প্রদোষ বাগচী। 

Comments :0

Login to leave a comment