বোলপুরের কসবা অঞ্চলের দামোদর পুর গ্রামের পরিযায়ী শ্রমিক প্রতীক হেমব্রমের উত্তরপ্রদেশের কানপুরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার পরিবার যাতে সঠিক বিচার পায় তার ব্যবস্থা করতে হবে বলে দাবি করেছে বামফ্রন্ট। শান্তিনিকেতন থানার সোনাঝুরিতে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছিল কিছুদিন আগে। খুন করে ফেলে রেখে গিয়েছিল। সেই ঘটনার দুষ্কৃতিদের গ্রেপ্তার তো দূর, মহিলার পরিচয়ই জানতে পারেনি। অবিলম্বে সেই ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করতে হবে। নানুরের পাপুড়ি গ্রামে নাবালিকার দেহ উদ্ধার-আজও কেউ গ্রেপ্তার হয় নি। বোলপুর এলাকায় চুরি ছিনতাই ব্যাপক হারে বেড়ে চলেছে। চুরি ছিনতাই বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে মঙ্গলবার বোলপুরের এসডিপিও দপ্তরে বিক্ষীভ দেখায় বামফ্রন্ট। দ্রুত হস্তক্ষেপের দাবি তোলা হয়েছে। উপস্থিত ছিলে, শ্যামলী, মহম্মদ কামালউদ্দীন, বকুল ঘোরুই, হেলারাম পাল, মানব রায় প্রমুখরা।
Birbhum
বামফ্রন্টের পক্ষ থেকে বোলপুর এসডিপিও'র কাছে ডেপুটেশন
×
Comments :0