Lynching

মাইক বাজানোকে কেন্দ্র করে সোনাপুরে যুবককে পিটিয়ে খুন

রাজ্য জেলা

সোনারপুরে পিটিয়ে খুন যুবককে। চাকবেড়িয়ায় পুজোর বিসর্জনে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই যুবকের ঝামেলায় মৃত এক যুবক।
ঘটনাটি ঘটেছে সোনারপুরের সোনাটিকারিতে। মৃত যুবকের নাম সনাতন নস্কর। অভিযুক্তের নাম পিন্টু সাহা। অভিযোগ পিন্টু ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ চালায় সনাতনের ওপর।
গত মঙ্গলবার মহেশতলায় বরুণ মন্ডল (৪০) নামে মদ্যপ এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় ২ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে মহেশতলার গোপালপুর মালিপাড়া এলাকায়। নিহতর স্ত্রী তপতী মন্ডলের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে। ধৃত চিরঞ্জিত মিত্র ও শুভঙ্কর মিত্রকে আলিপুর আদালতে হাজির করে পুলিশ। প্রতিবেশি যুবককে পিটিয়ে মারার ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের বাড়ি চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।

Comments :0

Login to leave a comment