কাজ খুঁজতে যেতে হয়েছিল অন্য রাজ্যে। এরাজ্যের আরও বহু যুবকের মতো পরিযায়ী শ্রমিক হয়েছিলেন সেখ আনুয়ার। কাজ করতে করতেই মৃত্যু হয়েছে তাঁর। দেহ ফিরেছে গ্রামে।
মানিকচক ব্লকের এনায়েতপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সেখ আনুয়ার (৩২) নিজ জেলা বা রাজ্যে কাজ না পেয়ে কেরালায় পরিযায়ী শ্রমিক হিসাবে
কাজে গিয়েছিলেন। কেরালার পথনমথিট্টায় গিয়েছিল কাজের জন্য। একটি গাছে উঠে কাজ করার সময়ই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। গাছ থেকে নামার সঙ্গে মারা যান।
গত শুক্রবার তাঁর মরদেহের ময়নাতদন্ত হয় তিরুভাল্লুর হাসপাতালে। দেহ আনা হয়েছে মানিকচকে তাঁর বাড়িতে।
সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ইউনিয়নের কর্মীরা সমবেদনা জানিয়েছেন তাঁর পরিবারকে।
Manikchak Migrant
মানিকচকের গ্রামে ফিরল পরিযায়ীর দেহ

×
Comments :0