পুলিশের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হচ্ছে এক গাড়িচালককে। পুলিশের পায়ের কাছে ক্ষমা চাওয়ানো হচ্ছে জোর করে। নাকখত দিতে বাধ্য করা হচ্ছে খোলা রাস্তায়।
অশ্রাব্য গালিগালাজ করে পুলিশের সামনেই তাঁকে শাসাচ্ছে আরেক যুবক। আর পুলিশ নিশ্চুপে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য।
উত্তর প্রদেশের মীরাটের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। পুলিশের সামনেই রাস্তায় হুমকি আর শাসানি দিচ্ছে যে যুবক, তিনি ভিকুল চাপরানা।
উত্তর প্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমারের ঘনিষ্ঠ অনুগামী সঙ্ঘের ছাত্র সংগঠনের নেতা বলে পরিচিত চাপরানা। জানা গিয়েছে, রাস্তায় গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কিত জেরে এই ঘটনা।
ক্ষুব্ধ বিভিন্ন অংশ বলছে, ‘এই হচ্ছে বিজেপি। আইন ভেঙে পুলিশের সামনে শাসানি হুমকি চালানো যায় এই দল করলে।’
বিজেপি নেতাদের এমন জোরজুলুম আদৌ নতুন নয়। বিভিন্ন রাজ্যেই জোরজুলুম চালাতে দেখা গিয়েছে। গত বছর মধ্য প্রদেশের ভোপালে এক দলিতকে মূত্র খাওয়ানোর ঘটনাতেও অভিযুক্ত ছিল বিজেপি’র স্থানীয় এক নেতা।
কংগ্রেস দাবি করেছে ভিকুলকে এখনই গ্রেপ্তার করতে হবে। পুলিশের সামনে এক নাগরিককে নাকখত দেওয়ানো হচ্ছে। গালিগালাজ করা হচ্ছে। পুলিশ দাঁড়িয়ে দেখছে।
কংগ্রেস বলেছে, এটাই বিজেপি’র আসল মুখ।
Comments :0