কলকাতায় ফের চোখ রাঙাচ্ছে করোনা। নতুন করে আরও চারজনের সংক্রমণের খবর মিলেছে। আপাতত বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন চারজনেই। তার মধ্যে একজনের বয়স ৭২ বছর।
এ ছাড়া, বাকি তিনজনই ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি। তবে তাদের কোভিড নয়, অন্য রোগের কারণে আইসিইউতে রাখা বলে খবর। চিকিৎসা চলাকালীন তাঁদের করোনা সংক্রমণের খবর যায়। এদের মধ্যে একজ হলেন বালিগঞ্জের ৮৩ বছর বয়সি বৃদ্ধ, সন্তোষপুরের ৭৯ বছর বয়সি বৃদ্ধা এবং হাওড়ার দানেশ শেখ লেনের ৮৩ বছরের বৃদ্ধা। রোগীদের কারও কারও শরীরে কোমর্বিডিটি রয়েছে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে কলকাতায় পর পর আট জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছিল। যার মধ্যে ছিল ছ’মাসের এক শিশুও। যদিও তাদের তাঁদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাবার পরে জানা যায় নতুন উপরূপ জেএন.১ সংক্রমিত নয় তারা। যা এক দিক থেকে স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
Comments :0