icc cahmpions trophy

ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড

খেলা

new zealand vs south africa

বুধবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠল নিউজিল্যান্ড। ৫০রানে জিতল স্যান্টনারের দল । প্রথমে ব্যাট করে ৩৬২রান করে নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামস দুইজনেই শতরান করেন ।দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার শতরান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিলোনা। ফাইনালে নিউজিল্যান্ড পড়লেও ভারতের জন্য তা একেবারেই সহজ হবেনা । গ্রূপ স্টেজের নিউজিল্যান্ডের সঙ্গে এই নিউজিল্যান্ডের বিস্তর পার্থক্য। তাই আগামী রবিবার  ফাইনালে কাজ যথেষ্টই কঠিন হতে চলেছে রোহিতদের জন্য ।

Comments :0

Login to leave a comment