মণিপুরের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা। শুক্রবার মণিপুর রাজভবনে শপথ নিয়েছেন তিনি। হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কৃষ্ণকুমার তাকে শপথ বাক্য পাঠ করান।
গত বছর আগস্ট মাসে ভাল্লা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পদ থেকে অবসর গ্রহন করেছেন। গত মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ তাকে মণিপুরের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেন। ভাল্লা দায়িত্ব নেওয়ার পূর্বে অসমের রাজ্যপাল লক্ষন প্রসাদ আচার্য অন্তবর্তী উপাচার্য হিসাবে কাজ করছিলেন।
শুধু অজয় কুমার ভাল্লা নয় এদিন নতুন রাজ্যপাল হিসাবে শপথ নিয়েছেন হরি বাবু কামভাপতি। ওড়িশার রাজ্যপাল হিসাবে ভুবনেশ্বরে তিনি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি চক্রধারি স্মরন সিং তাকে শপথ বাক্য পাঠ করান। মিজোরামের রাজ্যপাল হিসাবে কাজ করেছেন কামভাপতি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার উপস্থিতিতে তিনি শপথ নেন।
Governors took oath
শপথ নিলেন দুই রাজ্যের নতুন দুই রাজ্যপাল
×
Comments :0