উমর খালিদ, সারজিল ইমাম সহ দিল্লি সাম্প্রদায়িক হিংসা নিয়ে মিথ্যা মামলায় অভিযুক্ত ন’জনের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। ওমারদের আইনজীবী জানিয়েছেন হাইকোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন তারা।
সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি ২০২০ সালে দিল্লি সাম্প্রদায়িক হিংসায় যুক্ত থাকার অভিযোগে উমর খালিদ, সারজিল ইমাম সহ জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্রকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। সেপ্টেম্বর ২০২০ সাল থেকে জেল বন্দি রয়েছেন তারা। অথচ এই ন’জনের বিরুদ্ধে কোন অভিযোগ এখনও প্রমাণ করতে পারেনি দিল্লি পুলিশ।
২০২০-তে দিল্লির সাম্প্রদায়িক সংঘর্ষে উসকানির অভিযোগে তাঁর বিরুদ্ধে ইউএপিএ-তে অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ। বিচার শেষ না করে চার বছর প্রায় বিচারাধীন বন্দি সমাজকর্মী খালিদ। অথচ, তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিয়ে দেশজুড়ে বারবার প্রশ্ন উঠেছে। সমালোচনার মুখে পড়েছে এমনকি দেশের শীর্ষ আদালত।
Omar Khalid
জামিন খারিজ উমর, সারজিল ইমামের

×
Comments :0