ভারত যখন পাকিস্তানকে বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদের মদতদাতা বলে চিহ্নিত করছে। বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠাচ্ছে সন্ত্রাসবাদে পাকিস্তানের ভূমিকা তুলে ধরার জন্য তখণ ভারতের বন্ধু সৌদি আরবের সাথে গুরুত্বপূর্ণ চুক্তি সেড়ে ফেললো পাকিস্তান।
পাকিস্তান এবং সৌদি আরব একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে বলা হয়েছে যে উভয় দেশের উপর যে কোন আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এর সাথে উল্লেখ করা হয়েছে প্রয়োজনে সৌদি আরব পাকিস্তান পরমানু অস্ত্র ব্যবহার  করতে পারবে নিজেদের নিরাপত্তার স্বার্থে।
কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সৌদি আরব সফরের সময় স্বাক্ষরিত হয়েছে। দোহায় অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের সময় এই চুক্তি সাক্ষরিত হয়েছে। পাকিস্তান সহ ৪০টি সংখ্যালঘু প্রধান দেশ সেখানে উপস্থিত ছিল। 
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুযায়ী, দুই দেশের বিরুদ্ধে যে কোন আগ্রাসন উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে। 
উল্লেখ্য পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের ফলে তাদের সামরিক ক্ষতিও হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সৌদির সাথে পাকিস্তানের এই চুক্তি এশিয়া মহাদেশে ফের ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0