ভারতীয় ফুটবল মরশুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে দলবদলের জল্পনা । বেশ কয়েকদিন ধরেই প্যালেস্টাইনের তারকা মিডিও মহম্মদ রশিদের নাম শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে। মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের অভাবেই গত মরশুম ভুগেছিল ইস্টবেঙ্গল দল। গত মরশুমে জিকসন সিংকে নেওয়া হলেও তিনি সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ। তাই এই বিদেশী মিডিওকে দলে নিতে আগ্রহী ইস্টবেঙ্গল।
২০১৭সালে হিলাল আল কুয়োদসে সিনিয়র ক্যারিয়ার শুরু করেন রশিদ। তারপর জাবাল আল মুকাবির, বালি ইউনাইটেড হয়ে যোগ দেন পারসেবায়া সুরাবায়া ক্লাবে। ইন্দোনেশিয়ার এই ক্লাবে খেলার সময় ২০২৪এ জিতেছেন ইন্দোনেশিয়ান লিগা ১ এর গোল অফ দ্যা মান্থের শিরোপা। জাতীয় দলের হয়েও ৪৮টি ম্যাচে খেলে ফেলেছেন রশিদ। বালি ইউনাইটেডে খেলার সময় খেলেছেন মোহনবাগানের ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের বিরুদ্ধে। আলবার্তো তখন খেলতেন পারসিব বানদুং দলে।
Rashid Could Play For Eastbengal
রশিদ আসতে পারেন ইস্টবেঙ্গলে

×
Comments :0