SSC Scam

ইডি’র মামলায় জামিন পার্থর, তবে জেল মুক্তি এখনই নয়

রাজ্য

চাকরি কেলেঙ্কারির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে শুধু ইডির মামলাতেই তাঁকে জামিন দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। ডিসেম্বরের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। যদি ১ ফেব্রুয়ারির আগে চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান নেওয়া হয়ে যায়, তবে তার আগেও জামিন পেতে পারেন তিনি।
সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেও সিবিআই মামলায় জেলমুক্তি ঝুলে রইল পার্থ চট্টোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টে চলছে সিবিআই মামলা। সেই মামলায় জামিন পেলে তবেই জেলমুক্তির সম্ভাবনা তৈরি হবে তার।
নিয়োগ দুর্নীতি মামলায় অনেকে ইতিমধ্যেই জামিন পেলেও ‘প্রভাবশালী’ হওয়ার কারণে পার্থর জামিন আটকে গিয়েছে বারবার। প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তাই ‘প্রভাবশালী’ হয়ে বাইরে বেরিয়ে সাক্ষ্য প্রমাণকে প্রভাবিত করতে পারেন তিনি, এই ভিত্তিই আটকানো হয়েছে তাকে। পার্থর বান্ধবী তথা নিয়োগ কেলেঙ্কারির আর এক অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কেও জামিন দেওয়া হয়েছে আগেই। সুপ্রিম কোর্টেও ওই জামিনকে হাতিয়ার করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতাগী। জামিন পাওয়ার পর কোনও সরকারি দফতরের দায়িত্ব নিতে পারবেন না পার্থ। অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না। তবে বিচারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি বিধায়ক হয়ে থাকতে পারবেন।

Comments :0

Login to leave a comment