Missing

নিখোঁজ রাজভবনের দায়িত্বে থাকা আধিকারিকের স্বামী

কলকাতা

নিখোঁজ রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকের স্বামী। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ পুলিশ আধিকারিক শান্তি দাস বসাকের স্বামী দীপাঞ্জন বসাক। সূত্রের খবর ইতিমধ্যে থানায় নিখোঁজর ডায়রি করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

পরিবারের দাবি বেশ কয়েকদিন ধরে চূপ চাপ ছিলেন তিনি। গতকাল হাওড়ার যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন। তারপর থেকেই নিখোঁজ। পুলিশের অভিযোগ জানানোর পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট করে সাহায্য চেয়েছেন ওই পুলিশ আধিকারিক।  

Comments :0

Login to leave a comment