Kishanganj Nursing Home

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু, ক্ষোভে নার্সিংহোমে আগুন পরিবারের

জাতীয় রাজ্য

জ্বলছে কিশনগঞ্জের বেসরকারি নার্সিংহোম।

তপন বিশ্বাস- ইসলামপুর

চিকিৎসায় গাফিলতিতে প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা দেখা দেয় ইসলামপুরের পার্শ্ববর্তী বিহারের কিশনগঞ্জে। শুক্রবার রাতে চিকিৎসায় গাফিলতিতে অভিযোগে বেসরকারি নার্সিংহোমে আগুন লাগিয়ে দেয় রোগীর পরিজনেরা। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের হালিমচকে। এই ঘটনায় সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে নার্সিংহোমটি। বেগতিক দেখে পালিয়ে গেছে নার্সিংহোম কর্তৃপক্ষ ও কয়েকজন রোগী। ঘটনার খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।
জানা গিয়েছে, ওই দিন দুপুরে কিশনগঞ্জের ফুটানি বস্তির বাসিন্দা অঞ্জিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন কিশনগঞ্জের হালিমচকের একটি নার্সিংহোমে। অভিযোগ, রোগী ভর্তি হলেও নার্সিংহোমে কোনও চিকিৎসক ছিলেন না। রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও দেখা মেলেনি চিকিৎসকের। নার্সিংহোম কর্তৃপক্ষ অঞ্জিরার পরিবারকে জানায়, গাইনি চিকিৎসককে কল করা হয়েছে, তিনি চলে আসবেন। এদিকে অত্যাধিক প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েন রোগী। চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রসূতি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনেরা। বেগতিক দেখে পালিয়ে যায় নার্সিংহোম কর্তৃপক্ষ। শুরু হয় দেদারে ভাঙচুর। উত্তেজিত জনতা আগুন লাগিয়ে দেয় নার্সিংহোমে। হাতে গোনা যেই কয়জন রোগী সেখানে ভর্তি ছিলেন, তারাও প্রাণ ভয়ে নার্সিংহোম ছেড়ে অন্যত্র সরে যান।

এদিকে দাউদাউ করে জ্বলতে থাকে নার্সিংহোমটি। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন ও কিশনগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে বেরিয়ে উত্তেজিত জনতা অবরোধ করে কিশনগঞ্জ-বাহাদুরগঞ্জ রাজ্য সড়ক। প্রায় ঘণ্টাখানেক চলে অবরোধ। অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা। অবরোধের ফলে রাজ্য সড়কে ব্যপক যানজটের সৃষ্টি হয়। কিশনগঞ্জ সদর থানার আইসি অভিষেক কুমার জানান, ঘটনা তদন্ত শুরু হয়েছে। 

Comments :0

Login to leave a comment