দেশের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য বহন করছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি‘। সেই গান গাওয়ায় আরএসএস-বিজেপি দেশদ্রোহী আখ্যা দিচ্ছে। সারা রাজ্যের সঙ্গে প্রতিবাদে পথে নেমে সোচ্চার হয়েছেন পশ্চিম বর্ধমান জেলার প্রগতিশীল ও সংস্কৃতিমনস্ক মানুষজন।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ডাকে রানিগঞ্জে সিহারশোলের রবীন্দ্র মূর্তির পাদদেশে সমবেত কণ্ঠে 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' গাওয়া হয়েছে। রবীন্দ্র চেতনার ওপর সাম্প্রদায়িক মৌলবাদী হামলার প্রতিবাদে শামিল হন লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, শিক্ষকরা। এদিন গানে, কবিতায়, কথায় সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের জেলার যুগ্ম সম্পাদক অনুপ মিত্র ও প্রাক্তন বিধায়ক রুনু দত্তও। এদিন পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর, কাঁকসা, আসানসোল, বারাবনি, সালানপুর, বার্নপুরে অনুরূপ কর্মসূচি পালন করে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ।
Raniganj Protest
রবীন্দ্রগানে দেশদ্রোহ! সঙ্ঘের রাজনীতিকে ধিক্কার রানিগঞ্জেও
রানিগঞ্জে সিহারশোলের রবীন্দ্র মূর্তির পাদদেশে সমবেত কণ্ঠে 'আমার সোনার বাংলা'।
×
Comments :0