Rahul Gandhi

সাভারকারকে সমানে রেখে বিজেপিকে আক্রমণ রাহুলের

জাতীয়

সংসদে সংবিধান নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে সাভারকারের প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন ভারতীয় সংবিধান এবং মনুস্মৃতি হাতে নিয়ে বক্তব্য রাখেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘সাভারকার বলেছেন যে, ভারতের সংবিধানে কোন ভারতীয় ভাব নেই। তিনি স্পষ্ট বলেছেন যে মনুস্মৃতি মেনে দেশ পরিচালনা করা উচিত। আজ লইাড়টা সেখানেই।’’

উল্লেখ্য গত কয়েক বছরে মনুস্মৃতি বা মনুসংহিতাকে উদ্ধৃত করে একাদিক ক্ষেত্রে সাম্প্রদায়িক উষ্কানি দেওয়ার চেষ্টা করেছে আরএসএস। সম্প্রতি সময় মোহন ভাগবতের তিন সন্তানের তত্ত্ব এরই অংশ। বিরোধীরা বার বার দাবি করে এসেছে যে সংবিধান নয় মনুসংহিতাকে মেনেই দেশ পরিচালনা করতে চাইছে আরএসএস পরিচালিত বিজেপি। 

এদিন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন যে সংবিধান প্রনোয়নে আম্বেদকারের যেই ভূমিকা তা প্রথমে মানেনি কংগ্রেস।

সংবিধান গ্রহনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সংসদের দুই কক্ষে সংবিধান নিয়ে আলোচনার। চাপে পড়ে সেই দাবি মানতে বাধ্য হয় সরকার। 

Comments :0

Login to leave a comment