Railway Asansol Division

দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ আসানসোল ডিভিশনের

রাজ্য

রবিবার বিকালে স্টেশনে ঢোকার আগে হোল্ডিং এরিয়াতে হুড়োহুড়ির ছবি।

রবিবার আসানসোল রেল স্টেশনে কুম্ভগামী যাত্রীদের বেসামাল ভিড়ে নাজেহাল রেল প্রশাসন সোমবার আসানসোল স্টেশনে সাংবাদিক সম্মেলন করে জানালো যে, কুম্ভ প্রয়াগের জন্য পাঁচটি ট্রেন ছাড়বে আনসানসোল থেকে। ১৮, ২০,২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি ট্রেনগুলি ছাড়বে। সাংবাদিক সম্মেলনে এডিআরএম প্রবীন কুমার প্রেম জানালেন, অস্বাভাবিক ভিড় হচ্ছে দেখে পাঁচটি ট্রেন ছাড়াও আরও বিশেষ ট্রেনের জন্য রেলের সদর দপ্তরে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার ও শুক্রবার দুটি মহাকুম্ভ স্পেশাল ট্রেন ছাড়বে। ২০, ২২ এবং ২৩ তারিখ সাপ্তাহিক ট্রেন চলবে। 
শনিবার রাত্রে নিউদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। তার দুইদিন আগে প্রয়াগগামী ট্রেনে আসানসোল স্টেশনে অস্বাভাবিক ভিড় হয়েছিল, যদিও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিল্লির ঘটনার পর রবিবার সকালে আসানসোলের ডিআরএম চেতনানন্দ সিং আসানসোল স্টেশন পরিদর্শন করেন। তিনি স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশ মেনে আরপিএফ, কমার্শিয়াল বিভাগের লোকজন সক্রিয় হয়েছিলেন। এদিন সন্ধ্যাতে প্রয়াগগামী আসানসোল — মুম্বাই ট্রনে চাপার জন্য যাত্রীদের আটকে দেওয়া হয়েছিল স্টেশনের বাইরে। বাইরের এই এলাকার নাম দেওয়া হয়েছে ‘হোল্ডিং এরিয়া’। মোটা দড়ি দিয়ে ভিড় আটকে রাখা  হয়। এডিআরএম বললেন, প্রায় তিন হাজার লোক হয়েছিল। আড়াই হাজার লোককে দড়ি দিয়ে আগলে রেখে স্টেশনে ঢোকানো হয়। ট্রেনের ভেতরে ঢোকানো হয় লাইন দিয়ে। বাকি প্রায় ৫০০ যাত্রী ঢোকার সময় হুড়োহুড়ি লেগে যায়। ২ নম্বর প্লাটফর্মে ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই প্লাটফর্মে যাত্রীদের ঢোকানো হয় পার্সেল রুমের পাশের গেট দিয়ে। 


এদিন রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টেশন চত্বরে অতিরিক্ত ব্যবস্থা থাকবে। হোল্ডিং এরিয়াতে যাত্রীদের আটকে রাখার জন্য বেঞ্চ বা বাঁশের বেড়া দেওয়া হবে। দড়ি দিয়ে যাত্রীদের ভিড় সামাল দিতে গিয়ে নাজেহাল দশা হয়েছিল রেল পুলিশ সহ ব্যবস্থাপনায় থাকা লোকজনের। দড়ির তলা দিয়ে যাত্রীরা যাবার সময় পাশে থাকা প্লাস্টিকের চেয়ারে বাধা পান। অনেকে চেয়ার মাথায় তুলে দৌড় লাগান। একজন ভিড়ের মাঝে পড়েও গিয়েছিলেন। কোনোরকমে তিনি উঠে দাঁড়ান। তাই এবার রেল প্রশাসন অন্যরকম ব্যবস্থা নিয়েছে।  জিগজ্যাগ পদ্ধতিতে যাত্রীদের স্টেশনে ঢোকানো হবে। যাত্রীরা প্রধান গেট দিয়ে প্রবেশ করবেন। প্রস্থানের জন্য পার্সেল অফিসের পাশের গেট ব্যবহার করা হবে। গরমের কথা মাথায় রেখে হোল্ডিং এরিয়াতে ছাউনি এবং পানীয় জলের ব্যবস্থা থাকবে। এডিআরএম অনুরোধ করেছেন, যাত্রীরা যেন তাড়াহুড়ো না করেন। ব্যারিকেড করে যাত্রীদের ট্রেনে চাপানো হবে। 
এদিকে রবিবারের অস্বাবিক ভিড় এবং রেল প্রশাসনের অব্যবস্থা নিয়ে ডিজিটাল মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর হওয়ায় রেলের আসানসোল ডিভিশনের পক্ষ থেকে বলা হয়েছে নেতিবাচক খবর প্রচার করা হয়েছে। আমরা সুন্দর ব্যবস্থা করেছি। যাত্রীরাও সুখ্যাতি করেছে। 

Comments :0

Login to leave a comment