পশ্চিমবঙ্গ তথা ভারতের প্রায় সমস্ত রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। চলতি সপ্তাহে রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মাসে রাতের তাপমাত্রা কতটা কমবে তা নিয়ে সংশয় রয়েছে।
দক্ষিণবঙ্গে কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলায়ও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পশ্চিম মেদিনীপুরেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
২১ অক্টোবর বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ অক্টোবর এটি গভীর নিম্নচাপ পরিণত হবে। এগোবে পূর্ব উপকূলের দিকে অর্থাৎ তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এমনটাই জানিয়েছে মৌসম ভবন। যার ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণ ভারতে। এই নিম্নচাপের ফলে বঙ্গেও বৃষ্টি হবে কী না, এখনও স্পষ্ট নয়। বাতাসে আর্দ্রতা বেশি থাকলে রাতের তাপমাত্রা কমবে না। শীতের আমেজ দক্ষিণবঙ্গে অনুভব হয় নভেম্বরে। চলতি বছরও সেই সময়ের আগে শীত অনুভুত হবে না বঙ্গে।
Comments :0