রাজনাথ সিং এদিন সেনা ঘাঁটিতে গিয়ে সেনা আধিকারিক এবং কর্মীদের সাথে কথা বলেন। উল্লেখ্য পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতীয় সেনা তাদের পরমানু কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে, যা প্রমান দিয়ে পরবর্তী সময় কারিজ করে দিয়েছে ভারতীয় সেনা।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদীদের হামলায় নিহত হন ২৬ জন পর্যটক। সেই হামলার প্রত্যাঘাত হিসাবে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। কেন্দ্রীয় সরকারের দাবি সেনার এই প্রত্যাঘাতে ১০০ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছেন। ন’টি সন্ত্রাসবাদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত পহেলগাম হামলায় যারা মূল অভিযুক্ত তাদের ধরা যায়নি। তল্লাসি চলছে, তিনজনের নামে হুলিয়া জারি করা হয়েছে।
Comments :0