বাজেট বিরোধী প্রতিবাদ অব্যাহত জলপাইগুড়িতে। কেন্দ্রের বাজেটে রেগার বরাদ্দ বাড়েনি। আবার রাজ্য বাজেটে তিস্তার বাঁধ সংস্কারে বরাদ্দ হয়নি। মিছিলে তার প্রতিবাদ জানানো হয়েছে।
শনিবারের পর রবিবার সকালেও জলপাইগুড়ি শহরের দিন বাজারে জনবিরোধী কেন্দ্র ও রাজ্য বাজেটের বিরুদ্ধে দিন বাজার এলাকাজুড়ে মিছিল করে প্রতিবাদে শামিল হলেন বামপন্থী কর্মী নেতৃবৃন্দ। দিনবাজার কালি বাড়ি মোড়ের সামনে থেকে ফল বাজার, সবজি বাজার, মাছ বাজার ঘুরে তিন কোনিয়া মোড় হয়ে কালি বাড়ি মোড়ে এসে মিছিল শেষ হয়।
রেগা, স্বাস্থ্য, শিক্ষা, খাতে বরাদ্দ বৃদ্ধির দাবির পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় বাজেটে কর্মসংস্থানের কোন দিশা না থাকার প্রতিবাদ ওঠে।
কিছু দিন আগে জলপাইগুড়ি এসে রাজ্যের মন্ত্রী আমলারা তিস্তা নদীর বাঁধ সংস্কারের কথা বললেও রাজ্য বাজেটে এর জন্য এক পয়সাও ধরা হয়নি। দিশাহীন কর্পোরেটমুখী দুই বাজেটের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে লড়াই আরও তীব্রতর করার আহ্বান জানানো হয় মিছিলে।
বক্তব্য রাখেন বৃহত্তর বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্যের জনস্বার্থ বিরোধী বাজেটের বিরুদ্ধে বামপন্থীদের বিকল্প প্রস্তাব নিয়ে প্রচার কর্মসূচি চলছে।
বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পীযূষ মিশ্র, জেলা নেতা প্রদীপ দে, দেবরাজ বর্মন, শুভাশিস সরকার। আরএসপি’র পক্ষে প্রকাশ রায়, হারাধন সরকার, সিপিআই(এম-এল)’র প্রদীপ গোস্বামী, মুকুল চক্রবর্তী সহ অন্যান্য বামপন্থী আন্দোলনের নেতৃবৃন্দ।
Jalpaiguri Budget
দুই বাজেটের প্রতিবাদে মিছিল জলপাইগুড়িতে

×
Comments :0