Road Accident

নিমতৌড়িতে দুর্ঘটনা, শিশু সহ মৃত দুই

জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ শিশু সহ ২ জনের। বছরের শেষ দিন। পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল৷ সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি স্কুটিতে ধাক্কা তেল ট্যাঙ্কারের৷ ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে স্কুটি চালক এক যুবক এবং তাঁর শিশুকন্যার৷ মৃত যুবকের স্ত্রী এবং শিশুপুত্রকে আশঙ্কাজনক অবস্থায় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দিঘা মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। অভিযোগ, পুলিশের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা ঘটেছে৷
মৃতদের নাম ধনঞ্জয় সামন্ত (৩০) এবং তাঁর মেয়ে বনশ্রী সামন্তের (৭)৷  আহত অবস্থায় উদ্ধার করা হয় মধুমিতা সামন্ত (২৪), দম্পতির শিশুপুত্র বলরাম সামন্ত (৩)কে৷
প্রত্যক্ষদর্শীদের কথায়, স্কুটিতে করে ওই দম্পতি দুই শিশুসন্তানকে নিয়ে ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে নন্দকুমারের দিক থেকে তমলুকের দিকে আসছিল৷ নিমতৌড়িতে জাতীয় সড়কের উপরে সিগন্যাল লাল হয়ে যাওয়ায় স্কুটিটি দাঁড়িয়ে পড়ে৷ তখনই পিছন থেকে আসা দ্রুতগতির একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির পিছনে সজোরে ধাক্কা মারে৷ সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন স্কুটিতে থাকা চার জন৷ তাদের দুজনকে পিসে দিয়ে কিছুটা এগিয়ে যায় তেল ট্যাঙ্কারটি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তমলুকের বড়বেড়িয়ার বাসিন্দা এই দম্পতি।
দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা জাতীয় সড়কে অবরোধ করে৷ অভিযোগ, জনবহুল ওই এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে বেপরোয়া গতিতে যানবাহন চলে৷ ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে৷ প্রাণ হাতে রাস্তা পারাপার করতে হয় এলাকার বাসিন্দাদের৷ অবিলম্বে জাতীয় সড়কের উপর ওই অংশে উড়ালপুল নির্মাণের দাবি জানায় অবরোধকারীরা৷ প্রত্যক্ষদর্শী কয়েকজন অভিযোগ করে ট্রাফিক পুলিশের গাফিলতিতেই এত বড় দুর্ঘটনা হল। এই এলাকায় ফ্লাইওভার তৈরির দাবি অনেক দিনের।

Comments :0

Login to leave a comment