আরজি কর খুন ও ধর্ষণ মামলায় জামিন পেলেন আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজনের বিরুদ্ধে কোন প্রমান দেখাতে পারেনি সিবিআই তাই আদালত জামিন দিয়েছে দুজনকে। সিবিআই শুক্রবার জানায় যে এই মামলায় চার্জশিট জমা দেওয়ার সময় পার হয়ে গিয়েছে। তারা দুই অভিযুক্তের বিরুদ্ধে কোন চার্জশিট জমা করছে না। আইন মেনে আদালত দুজনের জামিন মঞ্জুর করে।
গত ৯ আগস্ট আর জি কর খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয় রাজ্য। গ্রেপ্তার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। হাইকোর্টের নির্দেশে মামলার দায়িত্ব নেয় সিবিআই। দফায় দফায় জেরা করার পর গ্রেপ্তার করা হয় মুখ্যমন্ত্রীর স্নেহধন্য সন্দীপ ঘোষকে। তারপর প্রমান লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয় তৎকালিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে।
এদিন আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তের স্বার্থে থানায় হাজিরা দিতে হবে অভিজিৎকে। কিন্তু জেল থেকে মুক্তি হচ্ছে না সন্দীপের। খুন ও ধর্ষণের মামলায় জামিন পেলেও দুর্নীতির মামলায় জামিন পাননি তিনি।
সুপ্রিম কোর্টে এই মামলায় নির্যাতীতার পরিবারের পক্ষ থেকে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। গতকাল তিনি এই মামলা থেকে সড়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায় যে নিম্ন আদালতে এই মামলার ট্রায়াল হওয়ার সম্ভাবনা আছে। শীর্ষ আদালতে ফের আর জি কর মামলার শুনানি ১৬ মার্চ। ওই দিন অর্থাৎ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহত চিকিৎসকের মা বাবা বলেছেন,‘‘ আইনের জবাব আইনের মাধ্যমেই লড়তে চাই। বিচার এতো বিলম্ব কেন। আদালতে দাঁড়িয়ে আজ মিথ্যা কথা বলেছেন সিবিআই।’’
তাদের কথায় অপরাধে যদি আর কারও ভূমিকা থাকে, তাকেও খুঁজে বের করুক সিবিআই।
তাদের বক্তব্য সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি আরজি কর মামলা স্বতঃপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের হাতে নিলেন। তারপর এই বিষটাকে নিয়ে গুরুত্ব দিলেন না। তবে আমাদের বিষটাকে নিয়ে সেই ভাবেই চিন্তা ভাবনা করতে আইন বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, চার মাস অতিক্রান্ত আমার আশায় ছিলাম। এদিন আবার চার মাস পিছিয়ে দিয়েছে আরজি কর মামলা শুনানি। পরিবার অভিযোগ করে বলেন সুপ্রিম কোর্টে তো এখন বিচার হচ্ছে না শুধু মিথ্যার ওপর দাঁড়িয়ে মিনিটারিং হচ্ছে। বিচার পাওয়ার আশায় আমরা এখন মিনিট-সেকেন্ড হিসাবে দিন গুনি। সেখানে আবার তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য আমার বুঝে গেছি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কিছু করবে না। হবে হতাশ হয়েছি, কিন্তু আশা হারাইনি। চেষ্টা আমরা চালিয়ে যাবো।
মঙ্গলবার নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে মামলার স্টেটাস রিপোর্ট মুখবন্ধ খামে পেশ করল সিবিআই। তাদের তরফে সলিসিটর তুষার মেহতা, মূলত তিনটি বিষয় তুলে ধরেছেন। আদালতে সিবিআই’র পক্ষে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায়নি বলে আরজি কর মামলায় দুর্নীতির তদন্তে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা যায়নি। নোটিস না পাওয়ার যুক্তি দিয়েছেন কপিল সিবাল।
চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনা, দ্বিতীয়ত তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা, এবং আর জি কর মেডিক্যালে দুর্নীতি। তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণ ঘটনায় চার্জশিট তৈরি হয়েছে, শিয়ালদা কোর্টে এই মামলার ট্রায়াল চলছিল। সাক্ষ্যগ্রহণও করা হয়।
RG Kar Student Death
জামিন পেলেন সন্দীপ ঘোষ, চার্জশিট দিল না সিবিআই
×
Comments :0