তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে শজীদ স্বপন কোলের কলেজ, হাওড়া আন্দুল কলেজে শ্বেত পতাকা তুললো এসএফআই। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার হাওড়া আন্দুল কলেজ অভিযানের ডাক দিয়েছিল এসএফআই। ২০১০ সালে এই কলেজেই ছাত্র সংসদ নির্বাচনের সময় মনোনয়ন দিতে গিয়ে শহীদ হন এসএফআই নেতা স্বপন কোলে। সেই দিনটিও ছিল ১৬ ডিসেম্বর।
এদিন এসএফআইয়ের মিছিল কলেজ গেটে পৌঁছালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিছিলের নেতৃত্ব ছিলেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। তৃণমূলে ছাত্র পরিষদের কর্মীরা কলেজ গেট আটকে দাঁড়িয়ে ছিল। এসএফআই কর্মীরা কলেজে ঢুকে ডেপুটেশন দিতে গেলে তাদের বাধা দেওয়া হয়। বচসা শুরু হয় দুপক্ষের মধ্যে। পুলিশ এসে কোন মতে পরিস্থিতির সামাল দেয়।
এসএফআই রাজ্য সম্পাদক বলেন, ‘‘বলেছিলাম নাহ্, চোখের পাতা খুলতে হলে, হাজারখানেক স্বপন কোলে! আজ চোখে চোখ রেখেই স্বপন কোলের কলেজে আন্দুল প্রভু জগবন্ধু কলেজে এসএফআই। ভেতরে ভয়ের কারবারিরা, বাইরে থেকে ভয় ভাঙার স্রোত বলছে, "দম হ্যায় তো বাহার নিকাল্"!’’
তিনি বলেন, ‘‘ছাত্র সংসদ গুলোর কোন নির্বাচন হয় না। ওই ঘর গুলো তৃণমূলের দুর্নীতির আঁতুর ঘরে পরিনত হয়েছে। এসএফআই বলছে তারিখ দাও ছাত্র সংসদ নির্বাচনের তারিখ দাও। এসএফআই লুম্পেনদের হারিয়ে ছাত্র সংসদ আবার ছাত্রদের ফিরিয়ে দেবে।’’
Comments :0